নিজস্ব প্রতিবেদক
জামালপুরের শিল্পাঞ্চল খ্যাত তারাকান্দিতে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বুধবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে যমুনা সার কারখানা গেইটপাড়ে ঘন্টাব্যাপী এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেএফসিএল সিবিএ নেতা মিজানুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রমুখ। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র অন্যতম সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন ফকির।