কামরুল হাসান
কারন ছাড়া করন নাই
ভাই কারন বলতে মানা,
বলতে গেলে ভয় পাই
কারন আছে যে জানা \
কেন এলাম কেন যাব
কি করব কি না করব,
কি খাব কি না খাব
কারে ছাড়ব কারে ধরব \
এ সব চিন্তায় ঘুম আসে না
চিন্তার ঘোরে হইল ঘুম কামাই,
নিজের আসার উদ্দেশ কেউতো খোঁজে না
আসল কারন রইল আজও অজানাই \