কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীর শতভাগ পাস করা সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউরিকা কিÐার গার্টেন এÐ ক্যাডেট কোচিং সেন্টার এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মোট ৫৯ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ১৫ জন গোল্ডেনসহ মোট ২৮ জন জিপিএ-৫ লাভের গৌরব অর্জন করেছে। বাকিরা এ গ্রেড পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি বরাবরের মতো এবারও শতভাগ পাসের তকমা পেল। প্রতিষ্ঠানটির পরিচালক আহসান হাবীব লাভলু (এম.কম) জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষার পাশাপাশি ক্যাডেট ভর্তি পরীক্ষার রিটেন ও ভাইভা-তেও ভালো ফলাফল উপহার এনে দিয়েছে। এছাড়া তারা দেশের বিভিন্ন ক্যাডেট কলেজসহ নামকরা সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে নানা সেক্টরে সুনামের সহিত চাকরী করছে। এমন কি জাতি তথা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২