নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জামালপুর হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম (খোকন) সভাপতি মনোনীত হয়েছেন।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. সোহরাব আলী (শিক্ষক সদস্য), মোহাম্মদ খোকন মিয়া (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব সরোয়ার হোসেন প্রধান শিক্ষক পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম (খোকন) বলেন, ‘আমি পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমি এসএসসি ২০০২ সালের শিক্ষার্থী ছিলাম। স্কুলের সঙ্গে আমার কিশোর জীবন জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই বিদ্যালয় প্রাঙ্গনে কাটিয়েছি। বর্তমানে স্কুলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি। আমাদের এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সরকারি-বেসরকারি চাকুরিজীবী হিসেবে নিয়োজিত আছেন। বিদ্যালয়টির পরিবেশ সুন্দর ও শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করছি।
বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো’ আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আমি সর্বাত্বক চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা, পরামর্শ প্রত্যাশা করছি।