1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট-৪ আসন বাতিলের প্রতিবাদে মোরেলগঞ্জে চলছে অবরোধ মোরেলগঞ্জে শতবর্ষী বিদ্যালয় মসজিদের বেহাল দশা, শিক্ষার্থীদের ভরসা কলেজ মসজিদ নির্বাচন কমিশনের সামনে ঘটনার তাৎপর্য ও আমাদের করণীয় জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০ এর নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন আকরাম ড্রাইভার সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন এর গ্রামীণ জনপদের রাস্তাটির বেহাল দশা। জন দুর্ভোগ চরমে প্রতিকার চায় এলাকাবাসী জামালপুর জেলা বিএনপি সম্মেলন: টানা তৃতীয়বারের মতো সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন দুর্নীতি মুক্ত বাংলাদেশ: কেনো কেউ সৎ হতে চায় না নরসিংদীর শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদে ( সিটিসি )তৃনমুল পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত। আগামী নির্বাচন: এক কঠিন চ্যালেঞ্জ মতবিরোধই গণতন্ত্রের প্রাণ

নতুন শুরু না ঘুনেধরা পুরাতন? সিদ্ধান্ত আপনার আমারই নিতে হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

এই দেশটা কোনো একক গোষ্ঠীর নয়। এটা কেবল শাসকদলের নয়, বিরোধীদেরও নয়, বরং এটা আপনার, আমার, আমাদের সবার। অতএব সিদ্ধান্তও আমাদেরকেই নিতে হবে—আমরা কি আবারও সেই পুরোনো ঘুনেধরা, ক্ষমতালোভী, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাবো, নাকি সাহস করে একবার নতুনভাবে শুরু করবো?

দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি কীভাবে ব্যক্তিপূজা আর ক্ষমতার লোভে একের পর এক সরকার জনস্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের আখের গুছিয়েছে। রাজনীতি হয়ে উঠেছে সুবিধাবাদীদের আশ্রয়স্থল। দলীয়করণ, পেটোয়া প্রশাসন, আইন প্রণয়নের নামে আইন ভাঙা, নির্বাচনকে প্রহসনে রূপান্তর—সবই যেন এখন ‘স্বাভাবিক’। প্রশ্ন হলো, আমরা কি এই স্বাভাবিকতাকেই মেনে নেবো? নাকি বলবো—এই অস্বাভাবিকতাই হচ্ছে দেশের প্রধান ব্যাধি, আর সময় এসেছে তা কাটিয়ে ওঠার?

নতুনভাবে শুরু মানে শুধু নতুন সরকার নয়—নতুন মানসিকতা, নতুন প্রক্রিয়া, নতুন স্বপ্ন। যেখানে ক্ষমতা আসবে জবাবদিহিতার শর্তে, নেতৃত্ব আসবে আদর্শিক সাহসে, আর রাজনীতি হবে জনসেবার হাতিয়ার। যেখানে দল নয়, দেশ বড় হবে। যেখানে অন্ধ অনুসারিতা নয়, সচেতন নাগরিক দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

এই পরিবর্তনের চাবিকাঠি কার হাতে? রাজনৈতিক দলগুলোর হাতে? না। বরং এই চাবিকাঠি আমাদের নাগরিক চেতনায়। সিদ্ধান্ত আমাদের নিতে হবে—ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা কী তুলে দিতে চাই? এক বিষাক্ত, হতাশার রাজনীতি, নাকি সম্ভাবনায় ভরপুর একটি নবযাত্রা?

আসুন, আমরা আর নিরব না থাকি। যে যেখানে আছি, সেখানে থেকেই প্রশ্ন করি, সচেতন হই, অন্যায়ের প্রতিবাদ করি, আর ভোটের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, কলমের মাধ্যমে সিদ্ধান্ত নেই—আমরা সেই পুরোনো, নষ্ট রাজনীতিতে ফিরবো না। আমরা নতুনভাবে, সাহসিকতা আর বিবেক নিয়ে শুরু করবো আমাদের দেশকে গড়ার লড়াই।

কারণ, দেশটা আপনার, আমার, আমাদের সবার। সুতরাং সিদ্ধান্তও আপনার, আমার, আমাদের।

✒️ কলাম লেখক: আল আমিন মিলু আহ্বায়ক গনঅধিকার পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট