1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

বকশিগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে প্রাণগেলো আবু সাঈদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে আবু সাঈদ (৮) নামের এক শিশুর প্রাণ গেলো। বুধবার ১৮ জুন বেলা ১২টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফর্সা। আবু সাঈদ নিলাখিয়া ইউনিয়নের দিক পাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে। সে নিলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।  
স্থানীয়রা জানান, আবু সাঈদ সকাল ৯টার দিকে অন্যান্য শিশুদের নিয়ে বাড়ি পাশে ক্রিকেট খেলছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ সাঈদকে ছোবল দেয়। তার শরীর থেকে রক্ত বের হলে বাড়িতে গিয়ে সে স্বজনদের জানায়। এ খবরে দ্রুত সময়ের মধ্যে বাড়ির লোকজন সাঈদকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এন্টিভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে দুপুর ১২টার দিকে শিশু আবু সাঈদ মারা যান। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাঈদের পরিবারে।
এদিকে সাপের ছোবলে আবু সাঈদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শেকের ছায়া নেমেছে। পরিবারে চলছে বিলাপ। তার সঙ্গীরা এ ঘটনায় হতবাগ হয়ে পড়েছে। সবার চোখ মুখ থেকে ঝড়ছে অশ্রু।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট