1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অটো চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা,চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বিকেলে এই মরদেহটি শনাক্তের বিষয়ে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ক্ষতবিক্ষত এই যুবকের নাম দেলোয়ার হোসেন। পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে দেলোয়ার। তার রাইসা নামে দেড় বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে।নিহতের স্ত্রী রাকিবা বেগম জানায়, আমার স্বামী দেলোয়ার হোসেন গতকাল ১৪ জুন শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কারা হত্যা করেছে।পলাশ থানারঅফিসার ইনচার্জ মনির হোসেন জানান,

 

গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট