1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে’র অঙ্গীকারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা এনসিপি’র যাত্রা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরিষাবাড়ী উপজেলা শাখা।
রোবাবার (১৫ জুন) দুপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের মাধ্যমে নবগঠিত উপজেলা কমিটির সদস্যরা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা শাখার ২২ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। ১৪ জুন ২০২৫ তারিখে কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী তিন (০৩) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর সদস্যরা প্রথম কর্মসূচি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত আয়োজন করেন।মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামের শহীদ মোখলেসুর রহমান কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণা। এই সমাজে বৈষম্য, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা ন্যায়ের পক্ষে সোচ্চার থাকব।”
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন মিয়া। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন আনোয়ারুল কবির, রাসেল মিয়া ও সদস্য রফিকুল ইসলাম ।
এই ২২ সদস্যের আহ্বায়ক কমিটিতে আরও রয়েছেন সমাজসচেতন, মানবিক ও বিভিন্ন পেশাজীবী তরুণ সদস্যরা।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ীর আহ্বায়ক তারিকুল ইসলাম রনি,সদস্য সচিব ছাবের হোসেন বিপুল এবং সংগঠক ইব্রাহীম, খোরশেদ আলম, শাহীনুর আলম, হেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানবিক ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য বণ্টনের লক্ষ্যে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট