1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

তারাকান্দিতে অপহরণের ৭৫ দিন পর এক কিশোরকে উদ্ধার করলো সেনাবাহিনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

অপহরণের ৭৫ দিন পর রাজধানীর এক রিহাব সেন্টার থেকে নুহাশ আজিজ নামের এক কিশোরকে উদ্ধার করলো তারাকান্দিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাতে উদ্ধার হওয়া ওই কিশোরকে তার  পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত।

তারাকান্দি অস্থায়ী ক্যাম্প সুত্রে জানা যায়, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার মেয়ের জামাই লিটন অধিকারী দুইজন মিলে কিশোর নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়া এক ভাড়াটিয়া বাসা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। এরপর ওই কিশোরকে মাদকাসক্তের অজুহাতে  রাজধানীর গ্রীন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে আটকিয়ে রাখে। অপহরণের পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজতে থাকে।

খোঁজ না পেয়ে প্রথমে ঢাকার উত্তরা পশ্চিম থানা ও টাংগাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরের মা শামীমা আফরোজ। পুলিশ কোনো সন্ধান না পেলে পরবর্তীতে জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহ্নত ঐ কিশোরের অবস্থান সনাক্ত করে। পরে পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় ঢাকার মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে নেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এ ব্যাপারে তারাকান্দি অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত মঙ্গলবার রাতে জানান, অপহরণের অভিযোগ পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সনাক্ত করে অপহ্নত কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট