1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

সরকারী বঙ্গবন্ধু কলেজের পরিবর্তিত নাম “সরিষাবাড়ি সরকারি কলেজ” নামকরণ বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী কলেজ জাতীয়করণ ও সরিষাবাড়ী সরকারি কলেজ’ নামকরণ বাতিলের দাবিতে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ মে) সরিষাবাড়ী কলেজ মিলনায়তনে সরিষাবাড়ী কলেজ পরিবারের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সরিষাবাড়ী কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন সভাপতিত্বে সরিষাবাড়ী কলেজের গভ:নিংবডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খায়রুল কবীর শ্যামল তার লিখিত বক্তব্যে উল্লেখ যে, জামালপুর জেলার ২য় বৃহত্তম সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী কলেজ ১০.৯৪ একর ভূমি উপর ১৯৬৭ ইং সালে প্রতিষ্ঠত হয়। প্রাচীন এ কলেজটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিএম শাখা, স্নাতক পর্যায়ে বি.এ, বি.এস.সি, বি.এস.এস ও বি.বি.এস সহ সমাজবিজ্ঞান, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) পর্যায়ে স্টাডি সেন্টার ও এক্সাম সেন্টার চালু রয়েছে। কলেজের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ফলাফলও সন্তোষজনক। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরিষাবাড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় কলেজটি সরকারিকরণের ঘোষণা প্রদান করলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কলেজটি সরকারি করণ হয়নি।
সরিষাবাড়ী কলেজটি জাতীয়করনের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক বৈষম্য প্রতিহিংসায় সরিষাবাড়ী কলেজকে বাদ দিয়ে শুধু বঙ্গবন্ধু’র নামকে প্রাধান্য দিয়ে, এমপিও নীতিমাল্য লংঘন করে ২০১০ সালে এমপিও প্রাপ্ত মাত্র ৩৪ শতাংশ অর্পিত সম্পত্তির উপর বঙ্গবন্ধু কলেজ একটি নাম সর্বস্ব শুধু উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজটিকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণে নিয়ম অনুযায়ী নিজস্ব জমি না থাকায় কলেজটি সরকারিকরণে বাধাগ্রস্থ হলে মিথ্যা তথ্য দিয়ে কলেজের মূল ক্যাম্পাস থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পোগলদিয়া চরের মধ্যে জমি দেখানো হয়েছে। তাই অনতিবিলম্বে সরিষাবাড়ী কলেজের নামে বঙ্গবন্ধু কলেজেরর নাম পরিবর্তন পূর্বক সরিষাবাড়ী সরকারী কলেজ নির্ধারণ বাতিল করে সরিষাবাড়ী কলেজটি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সরিষাবাড়ী কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীবৃন্দ।
পরে এক মতবিনিময় সভায় সরিষাবাড়ী কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,সদস্য লাভিব হোসেন তালুকদার লিটন, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন,কলেজের সহকারী অধ্যাপক শেখ জামান জুয়েল, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল বারীক, জেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি এ্যাড. আছিমুল ইসলাম, প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবীর , বিএনপি নেতা হুমায়ুন কবীর শ্যামল, রুহুল আমীন সেলিম, সনজিৎ কুমার সাহা, উপজেলা যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম জিএস, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ রউফ,সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী রিপোটারস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন,সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি বিকাশ চন্দ্র সাহা লিটন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্র দলের আহবায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ , পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল আলীম সবুজ, সরিষাবাড়ী কলেজ ছাত্র দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজ প্রমুখ । এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, কলেজের শিক্ষক কর্মচারী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট