1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

সংস্কার চাই, কিন্তু এমনভাবে—যাতে আর কোনো সৈরতন্ত্র কায়েম না হয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আমাদের রাষ্ট্রযন্ত্রে সংস্কারের কথা বহুবার বলা হয়েছে। কখনও গণতন্ত্র রক্ষার নামে, কখনও দুর্নীতি দূর করার অজুহাতে, কখনও বা উন্নয়নের তাগিদে। কিন্তু প্রশ্ন থেকে যায়—এসব সংস্কার কি সত্যিই জনগণের অধিকার রক্ষা করেছে, নাকি পরবর্তী কোনো একচ্ছত্র ক্ষমতার ভিত্তি গড়ে দিয়েছে?

সৈরতন্ত্র কোনো একক দলের নয়—এটি একটি প্রবণতা। যেখানে বিরুদ্ধ মতের জায়গা সংকুচিত হয়, যেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এক কেন্দ্রে ঘনীভূত হয়, যেখানে জনগণের পরিবর্তে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা চালু থাকে। ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের ভূখণ্ড বারবার এই ঘূর্ণিপাকে পড়েছে। অতীতের সামরিক শাসন, আবার কখনো নির্বাচনের নামে একনায়কতন্ত্র, আবার কখনো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নামে ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা—সবই সৈরতন্ত্রের রূপ।

তাই আজ যদি আমরা সত্যিকারের সংস্কার চাই, তবে সেটি হতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংস্কার। যেসব পদক্ষেপ নিতে হবে, তা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎকেও নিরাপদ করবে সৈরতন্ত্র থেকে। যেমন:

1. সংবিধানিক সংস্কার: সংবিধানে এমন কাঠামো গড়ে তুলতে হবে, যাতে কেউ চাইলেই একচ্ছত্র ক্ষমতা নিজের করে নিতে না পারে। একনায়কতন্ত্রের পথ রুদ্ধ করতে হবে আইনি নিরাপত্তা দিয়ে।

2. নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা: একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন নিশ্চিত করতে হবে, যা কোনো দল বা সরকারের অধীন নয়। যেন জনগণ নিজের প্রতিনিধি নির্বাচনে প্রকৃত স্বাধীনতা পায়।

3. বিচার বিভাগের স্বাধীনতা: বিচারব্যবস্থা যাতে কার্যকর এবং সরকার বা প্রভাবশালী গোষ্ঠীর বাইরে থাকে—সেটি নিশ্চিত করতে হবে।

4. গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা: মতপ্রকাশের অধিকার সংরক্ষণ না করলে কোনো সংস্কারই স্থায়ী হতে পারে না। গণমাধ্যমের কণ্ঠরোধ করা মানে জনগণের কণ্ঠরোধ করা।

5. ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা: রাষ্ট্রের সব অঙ্গ—বিচার, নির্বাহী, আইন বিভাগ—নিজ নিজ ক্ষমতার সীমায় কাজ করুক এবং একে অপরের জবাবদিহির মধ্যে থাকুক।

সংস্কার মানেই শুধু আইন বদল নয়, এটি একটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। সেটি হবে ব্যক্তি-নির্ভর নয়, পদ্ধতি-নির্ভর। যেন ভবিষ্যতে কেউ সুযোগ পেলেও আর স্বৈরশাসক হতে না পারে।

গণতন্ত্র কেবল ভোট নয়, এটি একটি সংস্কৃতি—যেখানে ভিন্নমতকে স্থান দেওয়া হয়, জবাবদিহিতা প্রতিষ্ঠা পায় এবং ক্ষমতার অপব্যবহার প্রতিহত হয়।

আমরা এমন সংস্কার চাই, যা কেবল আজ নয়—আগামীর জন্যও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। যাতে কেউ আর এই দেশের মানুষকে ভয় দেখিয়ে, চেপে ধরে অথবা ভুল বুঝিয়ে শাসন করতে না পারে।
এই হোক আমাদের অঙ্গীকার।

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট