1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

অবশেষে মা হারা সেই নব-জাতক কন্যা শিশুটির ঠাঁই হলো জেঠা-জেঠির কোলে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত উপ-শহরের দুবাই হাসপাতালে ২৬ মে সোমবার ভোরে মারা যাওয়া প্রসূতির নব-জাতক কন্যা শিশুটির অবশেষে
জেঠা-জেঠির কোলে ঠাঁই হয়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পশ্চিম পাড় দিঘুলী (বড়ভিটা) গ্রামের মৃত মাজম আলীর ছেলে রনি মিয়া আড়াই বছর আগে একই উপজেলার তিতপল্লা ইউনিয়নের সুলতান নগর গ্রামের হাশরুজ্জামান ছুতুর মেয়ে শারমিন আক্তার রিতুকে ভালোবেসে বিয়ে করে। বছর দেড়েক আগে এ দম্পত্তি প্রথম বাবা-মা হতে যাচ্ছে মর্মে ইঙ্গিত পায়। হিসেব মত চলতি মাসের শেষার্ধে তাদের সন্তান ভ‚মিষ্ঠ হওয়ার কথা। তাই ২৫ মে রোববার সকালে রিতুর প্রসব ব্যথা ওঠায় দুপুরে দুবাই হাসপাতালে আসে। বিকেলে সিজার করা হয়। রিতু একটি কন্যা সন্তান প্রসব করে। কিন্তু পরদিন ভোরে রিতু হাসপাতালেই মারা যায়। এর প্রকৃত কারন এখনও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। সদ্য ভ‚মিষ্ঠ মা হারা এ নব-জাতকটিকে কে লালন-পালন করবে? এ দুঃচিন্তায় পড়ে অভিভাবকরা। অবশেষে নব-জাতক কন্যা শিশুটিকে তার জেঠা বোরহান আলী ও জেঠি মনোয়ারা বেগম লালন-পালনের দায়িত্ব নেয়। জেঠা-জেঠির কোলে ঠাঁই নিয়ে সব জল্পনার অবসান ঘটালো নব-জাতকটি।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট