1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ভিজিডি চাল বিতরণে টাকা আদায়, বিএনপির তিন নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণকৃত ভিজিডি চাল বিতরণে টাকা আদায় করায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (রিপন), শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া ও যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বাবু।

জানা যায়, উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে ২০০-৩০০ টাকা করে আদায় করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও বুধবার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জনমনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

পরে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নজরে আসলে অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের স্ব-স্ব দায়িত্বে থাকা পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট