1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

আইন কি দুই ধরনের?—সংবিধান বনাম ক্ষমতার বাস্তবতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আমরা একটি প্রশ্ন প্রায়শই শুনি: এ দেশে কি দুই ধরনের আইন চলে? একদিকে সংবিধানে লেখা নিয়ম-কানুন, আরেকদিকে বাস্তবে যে আইন চলে, তা যেন ‘ক্ষমতার আইন’। এই দ্বৈত বাস্তবতা কি কেবল তত্ত্বে, না কি তা বাস্তবেই বিদ্যমান?

বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম বিশদ ও গণতান্ত্রিক সংবিধানগুলোর একটি। এতে মৌলিক অধিকার, ন্যায়বিচার, ক্ষমতার ভারসাম্য এবং নাগরিকের মর্যাদা সুনিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেখানে সংবিধান একরকম, আর প্রয়োগ একরকম।

১. সংবিধান বলে এক কথা, ক্ষমতার বাস্তবতা করে আরেকটা

সংবিধানে বলা আছে—”আইনের চোখে সকল নাগরিক সমান”, অথচ আমরা দেখি এক শ্রেণির জন্য আইনের প্রয়োগ কঠোর, আর আরেক শ্রেণির জন্য নরম। বিরোধী রাজনীতিকের বিরুদ্ধে মামলার পাহাড়, অথচ ক্ষমতাসীনদের অপকর্মেও বিচার হয় না—এটাই কি ক্ষমতার আইন নয়?

২. আদালত ও প্রশাসন: স্বাধীনতা না নিয়ন্ত্রণে?

আইনের শাসন মানে বিচারব্যবস্থার স্বাধীনতা। কিন্তু বাস্তবে আমরা দেখি, প্রশাসনিক আদেশে বিচার পিছিয়ে যায়, বিচারক বদলি হন, কিংবা মামলার গতি নির্ভর করে রাজনৈতিক ইচ্ছার ওপর। এসব দেখলে প্রশ্ন জাগে—আদালত কি সংবিধানের নির্দেশ মানে, না ক্ষমতার ইঙ্গিত?

৩. পুলিশের ভূমিকা: নাগরিক রক্ষক না ক্ষমতার পাহারাদার?

পুলিশ সংবিধান অনুযায়ী জনগণের নিরাপত্তা রক্ষাকারী। কিন্তু অনেক সময় তারা হয়ে ওঠে ক্ষমতাসীনদের হাতিয়ার। সাংবাদিকের ওপর হামলা হলে তদন্ত হয় ধীরগতিতে, অথচ সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করলেই রাতের বেলা ‘তুলে নেওয়া’ হয়। এটা কি আইনের শাসন, না ক্ষমতার শাসন?

৪. আমলাতন্ত্র ও দুর্নীতি: আইন কোথায় থেমে যায়?

নিয়ম অনুযায়ী, প্রতিটি সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি থাকার কথা। কিন্তু বাস্তবে দেখা যায়, ক্ষমতার বলয়ে থাকা আমলারা আইনকে নিজের মতো করে ব্যাখ্যা করেন—কখনো গড়িমসি, কখনো অতিরিক্ত তৎপরতা। আইন তখন ব্যক্তি ইচ্ছার সেবক হয়ে দাঁড়ায়।

উপসংহার: সমতা না বৈষম্য, কোন পথে দেশ?

এ দেশের আইনের মুখে দুটি রূপ—একটি সংবিধানসম্মত, অন্যটি ক্ষমতাকেন্দ্রিক। এই দ্বৈত চরিত্র শুধু আইন নয়, সমাজ ও রাষ্ট্রকে বিষিয়ে তোলে। মানুষ আইনের প্রতি আস্থা হারায়, বিচারপ্রার্থী না হয়ে নিরব ভুক্তভোগী হয়। সংবিধান তখন কাগুজে হয়ে যায়, আর বাস্তবে চলে ‘ক্ষমতার সংবিধান’।

তাই প্রশ্ন উঠেই যায়—এই দেশ কি আসলে আইনের দেশ, নাকি কারও ইচ্ছার দেশ?

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট