1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

বাঁশচড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া সৈনিকের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতের বন্ধু লিটন ভেন্ডার (৫১) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসমাইলের বাড়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ঢেউয়েরচালা গ্রামের মৃত মিয়া মাহমুদ মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে লিটন ভেন্ডার তার বন্ধু ইসমাইল হোসেনকে সাথে নিয়ে শোলাকুড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাঁশচড়া বাজারে আসছিলেন। কিন্তু বাঁশচড়া বাজার সংলগ্ন সৈনিকের মোড়ে পৌছলে মোটর সাইকেলটি রাস্তায় চলন্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা ইসমাইল হোসেন রাস্তার পাশে ছিটকে গিয়ে দুটি পরিত্যক্ত খাড়া ইটের উপর গিয়ে পড়ে মাথায় আঘাত পেলে সে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক লিটন ভেন্ডারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতের স্বজন মাহবুব আলম সেলিম জানান, ইসমাইল হোসেন দুই পুত্র সন্তানের জনক। তার বড় ছেলে ঢাকায় চাকরি করে এবং ছোট ছেলে পড়াশুনার জন্য জাপানে যাবার প্রস্তুতি নিচ্ছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট