কামরুল হাসান
শুনছি কতই না তোমার জারিঝুরি
খেলার ছলে তুমি দেখাও লুকোচুরি,
কানে সবার মন্ত্র ঢাল ভুরিভুরি
হায়রে এ কেমন তোমার বাহাদুরি\
কে দেয় বল ছয় রিপুকে কুমন্ত্রনা?
অলস দেহে জাগায়রে ভাই কাম বাসনা?
মজা যত লুটে দেখ ফজা ভাই
অন্য লোকের শুধু শুধু ঘুম কামাই\
অনাহারি খাবার চায় খেতে দিলে
সে খাবার বলতো কে খায়?
অসুস্থ লোকে সেবা পেতে চায়
করলে সেবা বলতো কে পায়?
জীবে যখন ভাই খাবার খায়
বলতো আড়াল থেকে কে খায়?
জানি তোমার কথা মিথ্যা নয়
একেই বুঝি লুকোচুরি খেলা কয়!