মাওলানা শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি
” মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য বিরোধী সমাজ গড়ি” প্রতিপাদ্যকে ধারণ করে
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫- উদযাপন উপলক্ষে সাঁথিয়া প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শনিবার সা়ঁথিয়া হাসপাতাল কনফারেন্স রুমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ,সাঁথিয়া থানার কর্মকর্তা সাইদুর রহমান, সাঁথিয়া উপজেলা জামাযাতের আমীর মাওলানা মোখলেসুর রহমান,সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক আনিসুর রহমান়,সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্ধে,সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকারি অধ্যাপক, জয়নুল আবেদিন রানা, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল হাই,প্রধান শিক্ষক রুহুল আমিন প্রধান শিক্ষক শামসুর রহমান,প্রধান শিক্ষক আলতাব হোসেন,সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।