জামালপুর প্রতিনিধি
জামালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আজিজ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা এলাকায় এঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। নিহত আব্দুল আজিজ ইসলামপুর উপজেলার চরপুটিমারি আগরাখালি এলাকার জন্তি শেখের ছেলে। এঘটনায় নিহত আব্দুল আজিজের ছেলে মোটরসাইকেল চালক আলী হোসেন (৩৫) ও আলী হোসেনের মেয়ে আলেয়া আক্তার (০৯) গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আলী হোসেন তার বাবা আব্দুল আজিজ ও মেয়ে আলেয়া আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে মেলান্দহ বাজরে যাচ্ছিলেন। জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ কাঙ্গালকুর্শা এলাকায় পৌছলে পিছন দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-৭৯০২) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ পড়ে গিয়ে ওই ট্রাকের ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে মোটরসাইকেল চালক আলী হোসেন ও তার মেয়ে আলেয়া আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করে। এসময় ঘাতক ট্রাকটি রেখে চালক কৌশলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে মেলান্দহ থানা পুলিশ। দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
নিহত আব্দুল আজিজের ছোট ছেলে শামীম আহমেদ বলেন, সন্ধ্যার দিকে আমার বাবা, বড় ভাই ও ভাতিজি মেলান্দহ বাজারে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন। একটি অপরিচিত নম্বর থেকে আমাকে কল দিয়ে জানায় আমার বাবা ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। পরে এখানে এসে দেখি আমার বাবার লাশ পড়ে আছে, শুনেছি ভাই ও ভাতিজিকে হাসপাতলে নিয়ে গেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ নামে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।