
কামরুল হাসান :
জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১৬ দিন বাকি। এরই মধ্যে দেশজুড়ে তুমুল বেগে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের জোয়ারে ভাসছে নির্বাচনী এলাকাগুলোর মাঠ-ঘাট। আনাচে কানাচে চলছে ভোট প্রার্থনার বন্দনা। চায়ের দোকানগুলোতে চলছে জমবেশ আড্ডা। এ থেকে কোন অংশেই পিছয়ে নেই জামালপুরের আসনগুলোর বিএনপি প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকরা। বিশেষ করে জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের দৃশ্য অনেকটাই আলাদা। বলতে গেলে এ আসন দু’টি বিএপি’র জন্য এক রকম বরাদ্দই। কারন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি’র প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। যিনি একজন পরীক্ষিত নেতা। সোমবার সকালে মহাদান ইউনিয়নের রঘুনাথপুর পয়েন্টে বিএনপি প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা গেছে। আর তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল। যিনি নতুন মুখ। তার তেমন কোন প্রচার চোখে পড়ছে না। তাই এ আসনে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত।
অপর দিকে জামালপুর-৫ সদর আসনের বিএনপি’র প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনিও একজন পরীক্ষিত নেতা। সোমবার দুপুরে দিগপাইত ইউনিয়নের দিগপাইত পূর্বপাড়ার আলমের মোড় পয়েন্টে বিএনপি প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দি”িছলো। আর ভোটারদের দ্বারে দ্বারে ভোট চা”িছলো। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার তিনিও নতুন মুখ। তারও তেমন কোন প্রচার চোখে পড়ে নাই। তাই এ আসনে বিএনপি প্রার্থীর নিশ্চিত জয়।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২