
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:–
পাবনার সদর উপজেলার দোগাছি, ইউনিয়নের ভাড়ারা, গয়েশপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথ মহড়া পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার ২৫ জানুয়ারি রোজ রবিবার দিনব্যাপী এ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ পুলিশ, সিভিল প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহড়ার সময় নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে টহল জোরদার করা হয়।
যৌথ মহড়ার মাধ্যমে ভোটারদের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রদর্শন করা হয়। একই সঙ্গে নির্বাচনকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টিও মহড়ায় তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।
এ সময় স্থানীয় জনগণ যৌথ মহড়াকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তারা আশাবাদী।