
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকার বৈশেরচরপাড়ায় অবস্থিত ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থী মোছা: জান্নাতুল ফেরদৌস ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
মোছা: জান্নাতুল ফেরদৌস গীতিকার জামিল পাগলা ও ফাতেমা আক্তারের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় তার আগ্রহ, মনোযোগ ও মেধার পরিচয় পাওয়া যায়। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জান্নাতুল ফেরদৌসের এই সাফল্য ন্যাশনাল ক্যাডেট স্কুলের জন্য অত্যন্ত গর্বের। তার অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে জান্নাতুল ফেরদৌসের বাবা-মা তাদের একমাত্র কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবন গঠনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।