
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলায় পুটিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনের উঠান থেকে অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ ইং শনিবার সকাল ১ ১ ঘটিকা সময় মাটিতে পুতে রাখা পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গুলি মাটি খুঁড়ে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। যানা

যায়, ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলার সময় ক্রিকেট ব্যাট এর বাড়িতে মাটির নিচ থেকে একটি গুলি বের হয়ে আসে। তখন গিয়াস উদ্দিন মোল্লার ছেলে শিবপুর মডেল থানা পুলিশকে অবগত করিলে,পুলিশ এসে মাটি খুরে গুলি গুলো উদ্ধার করে শিবপুর মডেল থানার নিয়ে যান। উদ্ধারকৃত গুলির মধ্যে, ১/২৪০ টি পুরাতন মরিচা পড়া গুলি। ২/ ৩২ টি পুরাতন পিছনের অংশ মরিচা পড়া গুলি। ৩/ ৩২ টি সামনের অংশ মরিচা পড়াগুলি। ৪/ ২৭ টি পুরাতন গুলি ভাঙ্গা টুকরা অংশবিশেষ মোট ৩৩১ টি উদ্ধার কৃতগুলি শিবপুর মডেল থানার পুলিশ জব্দ করেন। আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বার মেম্বার ছিলেন,মেম্বার থাকা কালীন অবস্থায় তিনি পুটিয়া ইউনিয়নে বিভিন্ন অপরাধী দের সাথে মোকাবেলা করিয়া আরবি মেম্বার হিসেবে খেতাব বর্জন করেন। তিনি বর্তমানে বার্ধক্য জনিত কারণে অসুস্থ এবং দুই চোখে দেখেন না,বয়স প্রায় ৮০ তাহার সন্তানেরা প্রবাসী এবং কর্মজীবন নিয়ে ব্যস্ততার মধ্যে জীবন যাপন করেন। কে বা কারা,কি কারণে গুলি গুলো উনার বাড়িতে মাটির নিচে পুতে রেখেছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা করেছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লাকে হেয় প্রতি পূর্ণ ও মান সম্মান খুন্ন করার জন্য শত্রুতার জের হিসাবে এগুলো পুতে রাখতে পারে। ২৪ শে আগস্ট ২০২৪ ইং সনে নরসিংদীর জেল হাজত ও থানা লুটের বিভিন্ন অস্ত্র গুলি ও আসবাবপত্র ভরতের কান্দি গ্রাম থেকে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও শিবপুর মডেল থানার পুলিশ খবর পেয়ে পরিত্যক্ত হিসেবে উদ্ধার করে নিয়ে যান। ভরতের কান্দি গ্রামটি বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসাবে পরিচিতি লাভ করেছে বর্তমানে। এ গ্রামটিতে কিছুসংখ্যক স্থানীয় ও বহিরাগত ব্যক্তিরা মাদক,অবৈধ অস্ত্র,সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সকল অপরাধ দিবারাত্র দলবদ্ধ ভাবে ওপেন চলমান থাকলেও স্থানীয়রা নিরাপত্তার অভাবে মিথ্যা মামলা,হামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এলাকাবাসী উদ্যোতন প্রশাসন এর যৌথ চিরুনি অভিযানের জন্য সুদৃষ্টি কামনা করছেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া বলেন, শিবপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা বর্তমান স্বাভাবিক আছে,শিবপুর মডেল থানার পুলিশ দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন,অপরাধী যে কেউ হোক অপরাধ করিলে অপরাধীকে ছাড় দেওয়া হবে না।