
খায়রুল ইসলাম সুইট ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী :
রাজশাহীতে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন। সংগঠনের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানবতার সেবায় সংহতি
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। এই সময়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসা উচিত।”
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন। তিনি বলেন, “আমরা কেবল অপরাধ ও মানবাধিকার নিয়ে কাজ করি না, সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের প্রয়োজনে পাশে থাকতে চাই। রাজশাহীর শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।”

উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম। এছাড়াও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন।

সমাপনী
রাজশাহীর বিভিন্ন এলাকার কয়েকশ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে বিভাগীয় পর্যায়ে এই ধরণের আরও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে।