
কামরুল হাসান:
আজ ২২ জানুয়ারি শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ। এর ধারাবাহিকতায় জামালপুর-৫, সদর ও জামালপুর-৪, সরিষাবাড়ী আসনে জোড়ছে চলছে ধানের শীষের প্রচার কার্যক্রম। বিশেষ করে সদর আসনের দিগপাইত ইউনিয়ন ও সরিষাবাড়ী আসনের মহাদান ইউনিয়নের সাধারন ভোটারদের চোখে মুখে খুশির ঝিলিক লক্ষ্য করা গেছে। কারন হিসেবে ভোটাররা জানান, দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই। এবার ভোটের পরিবেশ ফিরে এসেছে। তাই তারা অতি আনন্দিত। দিগপাইত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রচারনার ১ম দিনই ওই ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডল, স্বে”ছা-সেবক দলের আহ্বায়ক কেরামত আলী মাস্টার ও শ্রমিক দলের সাধারন সম্পাদক সোহেল রানা কোমর বেঁধে মাঠে নেমে পড়েন। অপর দিকে মহাদান ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও কোন দিক থেকে পিছিয়ে নেই। সাধারন ভোটারদের চোখে মুখে খুশির ঝিলিক দেখেই বুঝা যাচ্ছে , তারা কতটা আনন্দিত!
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২