মোঃ রবিউল ইসলাম মিনাল:প্রতিনিধি।
২০ জানুয়ারি, ২০২৬
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল (৩৫) নামে এক নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত আহাদ আলী কাজল চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। গত ৩ জানুয়ারি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
[video width="848" height="476" mp4="https://www.dainikjamalpursangbad24.com/wp-content/uploads/2026/01/received_2109106866523240.mp4"][/video]
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি এক সহকর্মীর সঙ্গে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।

আজ বিকেলে গোদাগাড়ী থানা সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী নৌ পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

পরিবারের দাবি: এটি পরিকল্পিত হত্যা
নিহতের ছোট ভাইসহ পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, গত ৩ জানুয়ারি রাতে তাকে অপহরণ বা প্রলুব্ধ করে নিয়ে গিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
নিহতের ছোট ভাই বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534