মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম রবি (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিটিহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মো. আহম্মদ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের গোয়েন্দা দলটি ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে আসছিল। এসব মাদক সে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করত।
র্যাব-৫ জানায়, এই মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534