রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুরে দিবাগত ১৮/০১/২৬ ইং রবিবার রাতে উপজেলার বওলা ইউনিয়নের বওলা সরকার বাড়ি সংলগ্ন বওলা মডেল ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ও উদ্ভোদনী করেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব।

তিনি বলেন ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়,একটি উন্নত শিল্পও বটে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়।খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব,সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। এসব কারণে সকলে খেলাধুলায় মনোযোগী হতে হবে।

এছাড়াও উক্ত খেলায় বিশেষ অতিথি ছিলেন,বওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সদস্য মোঃ ফজলুর রহমান ফকির সহ এই সময় ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সেলিম খান,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সায়েদুর রহমান ফকির,সালমান ফারসী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তরুণ প্রজন্মকে আগামীদিনে খেলার প্রতি আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলে আশা আয়োজক কমিটির।