নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামানের সহযোগিতায় পিংনা ইউনিয়নের অসহায়-দরিদ্র মতিফুল বেগম শীতবস্ত্র ও শুকনো খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। সেইসাথে তিনি ইউএনও তাসনিমুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮ জানুয়ারী দুপুরে পিংনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
পিংনা ইউনিয়ন পরিষদের সচিব মোমিনুল ইসলাম জানান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান স্যারের নির্দেশে পিংনার অসহায় মতিফুল বেগমকে একটি কম্বল ও শুকনো খাবার দেয়া হয়েছে।