নওগাঁ প্রতিনিধি :
গত বৃহ:প্রতিবার আনুমানিক ১২:৩০ ঘটিকায় একজন মহিলা পত্নীতলা থানায় এসে জানান যে তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশু আঞ্জুমান আয়াত কে মাহমুদপুর ব্রিজ এর উপর থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন।

তিনি নিজেকে গ্রেফতার করতে অনুরোধ করেন। তার বক্তব্য শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা দ্রুত মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যান।

নদীতে নিখোঁজ শিশুটির জন্য খোঁজ শুরু করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় আত্রাই নদী থেকে ডুবন্ত শিশুটিকে নদীর পাড়ে অবস্থানরত মোঃ খমির শেখ নামক জনৈক ব্যক্তি উদ্ধার করে নদীর তীরে প্রাথমিক শুশ্রুষা করছেন। অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা শিশুটিকে উক্ত ব্যক্তির হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে। পুলিশ সুপার, নওগা জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলায় পেশাগত কাজে এসময় অবস্থান করছিলেন। তিনি ঘটনাটি অবগত হওয়ার পরপরই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি শিশুটিকে উদ্ধারকারী ব্যাক্তি মোঃ খমির শেখ(৬৫) কে ধন্যবাদ জানান এবং আর্থিক পুরস্কার প্রদান করেন। সেই সাথে উদ্ধারকারী এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা পুলিশ দলকেও ধন্যবাদ জানান
শিশুটির বাবা জনাব মেহেদী হাসান জানান তার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন এবং এর প্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে। তিনি তার স্ত্রীর মানসিক চিকিৎসা এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান। তিনি উদ্ধারকারী ব্যক্তি মোঃ খমির শেখ এর প্রতি ও শিশুটিকে পুলিশের গাড়িতে করে নিয়ে এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ, নওগাঁ কে ধন্যবাদ জানান।