কামরুল হাসান
কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম’–এর ওপর সংঘটিত হত্যা চেষ্টার মামলায় পুলিশের তদন্তে সš‘ষ্ট না হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)–কে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক রোমানা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্তে দাখিল করা পুলিশের প্রতিবেদনের ওপর বাদীপক্ষ নারাজী আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুক্তভোগীর মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংগ্রহপূর্বক পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম তরফদার বলেন, পুলিশের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থাকায় আদালত নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা দেখেছেন। পিবিআই তদন্ত করলে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ এপ্রিল শনিবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়ির বাহির আঙ্গিনায় পরিকল্পিত হামলার শিকার হন প্রদীপ চন্দ্র মম। অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জের এবং তাঁকে বাড়ি থেকে উ”েছদের হীনমানসিকতা থেকে সকল আসামী ও একদল সন্ত্রাসী লোহার রড, বাঁশের লাঠি ও দা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করার পর ১ নং আসামী রিফাত ভূক্তভোগী সাংবাদিকের মাথায় দা দিয়ে কোপ দিলে তিনি মাটিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে দিলে তিনি গুরুতর আহত হন।
¯’ানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে তাঁর বাড়ির ভেতরে নিয়ে যান। পরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা¯’লে গিয়ে তাঁকে অবরুদ্ধ অব¯’া থেকে মুক্ত করে সরিষাবাড়ী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অব¯’ার অবনতি হলে কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এই ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে পুলিশের দাখিল করা প্রতিবেদনে প্রকৃত ঘটনার প্রতিফলন হয়নিÑএমন অভিযোগ তুলে বাদীপক্ষ নারাজী আবেদন করে। আদালতের সর্বশেষ আদেশে সেই অভিযোগের গুরুত্বই প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা ও সামাজিক অনিয়ম নিয়ে লেখালেখির কারণে প্রদীপ চন্দ্র মম’কে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন ¯’ানীয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের মতে, একজন সাংবাদিকের ওপর হামলার সঠিক বিচার না হলে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। পিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ায় মামলাটিতে নতুন করে গতি আসবেÑএমন প্রত্যাশাই এখন ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক সমাজের।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২গ