
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের প্রসাশকের বিরুদ্ধে প্রতারণামুলক ভিজিডি চাল আত্নসাতের অভিযোগ এনে সোমবার(১২ জানুয়ারী) সি.আর আমলী আদালতে চায়না নামে একজন উপকারভোগী মামলা দায়ের করেছেন। দায়ের করা মামলাটি সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।
মামলার আরজীতে উল্লেখ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের আওতায় ভিজিডি / ভিডব্লিউবি কার্ড ২০২৫-২০২৬ ইং চত্রের উপজেলা প্রশাসনের তত্বাবধানে লটারীর মাধ্যমে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের দুদু মিয়ার স্ত্রী চায়না সহ ৩০২ জন নির্বাচত হন। এর মধ্যে থেকে মহাদান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৮ জন উপকারভোগী লটারীর মাধ্যমে নির্বাচিত হলেও তারা ৪ মাস যাবৎ তাদের প্রতি মাসের ৩০ কেজি করে উত্তোলন করে প্রতারণামুলক ভাবে আত্নসাৎ করেছেন ইউপি প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালা উদ্দিন সরকার। ঘটনায় মহাদান ইউনিয়নের প্রসাশক সালাউদ্দিন সরকার কে প্রধান আসামী করে এ মামলাটি আদালতে দায়ের করেছেন।
এ ছাড়াও উক্ত ঘটনায় উপকারভোগীরা প্রশাসকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার , দূনীতি দমন দুদক , জেলা প্রশাসক ও উপ পরিচালক বিঅরডিবি বরাবরে ভিজিডির চাল প্রপ্তির জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের সু বিচার না পেয়ে গতকাল সোমবার আদালতে এ মামলাটি করেছেন বলে জানা গেছে।