
কামরুল হাসান
মাথা আছে নেই মাথা
এইটা আবার কেমন কথা,
আছে মাথা শুধু গনণাতে
সকল ক্ষেত্রে কাজের নাতে\
যেমন মাথা বুদ্ধির কথা
অঙ্কের মাথায় কি বোঝায়?
বুঝতে হবে বেশ দক্ষতা
ভালো মাথায় কারে শুধায়?
মাথা খাটাও ঝামেলা মিটাও
পেয়ে যাবে মাথার মাথা,
মাথা নতে মাথা উঁচে
ভ্রান্তি শ্রান্তি যাবে মুছে\