
কামরুল হাসান:
বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। হিসেব করলে ইতোমধ্যেই ৫৪টি বছর পেরিয়ে গেছে। অথচ এ স্বাধীনতার জন্য কতই না সময়, শ্রম, ধৈর্যের পরীক্ষা, সম্পদ, সম্ভ্রম ও রক্ত দিতে হয়েছে। এক কথায় অনেক কষ্টের পরই লাল সবুজের এ কাঙ্খিত স্বাধীন পতাকা পেয়েছি।
তবুও কেন যেন আজও আমরা তার যথাযথ মূল্যায়ন করতে শিখিনি। অর্থাৎ মূল্য দিতে পারিনি। আসলে ব্যাপারটা হলো এমন। কথায় আছে-‘ বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না’। মুদ্দা কথা-বুঝতে পারে না আর বুঝতেও চায় না। তা না হলে এই গেল বিজয় দিবসে ও তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবসে আমরা বাঙ্গালিরাই কিনা যার যার ইচ্ছা মত জাতীয় ও কালো পতাকা টানিয়ে পরম গর্ববোধ করলাম। (লেখক: কামরুল হাসান#০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবাধিকার কর্মী, সংগঠক এবং ফিচার ও কলাম লেখক)।