
নাহিদ পোরশা প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেন।১২ জানুয়ারি আনুমানিক সোমবার সকাল ৬ টার নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণ সদা নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮০০ পিস, মোবাইল ০১টি, ভারতীয় সীম কার্ড ০১টি এবং ব্যাগ ০১টিসহ ০১ জন চোরাকারবারী মোঃ হোসেন আলী(২৮), পিতা-মোঃ লুৎফর রহমান, গ্রাম-হাপানিয়া, পোস্ট-আলাদিপুর, থানা-সাপাহার, জেলা-নওগাঁ’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেজর মোঃ শফিকুর রহমান, অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।