
ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ফুলপুর উপজেলা পরিষদ মিনি পার্কের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও মান যাচাই করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর হোসাইন,পিআইও জনাব শাহীন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ওমর ফারুক।
সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের সার্বিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মিনি পার্কটি নির্মিত হলে এলাকাবাসীর বিনোদনের সুযোগ বৃদ্ধি পাবে এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণ আরও দৃষ্টিনন্দন হবে।