
কামরুল হাসান
জন্মে দুঃখ কম্মে দুঃখ
দুঃখ সারা জীবন বরাবর,
দুঃখ আমার করনে স্মরনে
মরনেও দুঃখ যে চরাচর\
কত কলমধর আর ভাবুক জনা
তাদের কথা ইতিহাসে পায় ঠিকানা,
তাদের কথাই স্মরন করে
লেখতে বসার এই বাসনা\
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কিসের?
আমি দুঃখকে লালন করি সযতেœ
কারন- সুখ সেতো সোনার হরিণ
ধরতে গেলে পালায় ছুটে\
বুকের দুঃখ পাজরে লুকে
মেকি হাসি হেসে মুখে,
যুগের হাওয়াই গা ভাসিয়ে
ক্রোধের আগুন জ¦লে চোখে\