
মো. শাহিদুর রহমান
পাবনার ঈশ্বরদীতে হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রহ:) দ্বিতীয় তম ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের কর্মকার পাড়ায় এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মামুনুর রশীদ নান্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আব্দুর রউফ আব্দুল, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আশাদুল ইসলাম, ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডাবলু হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. রনি হোসেন, ঈশ্বরদী পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, পৌর ছাত্রদল নেতা গোলাম রসুল সাগর, রানা স্বর্ণকার, সাগর স্বর্ণকার, কামাল স্বর্ণকার, স্বর্ণকার রঞ্জনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন।