1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মুই ভালা তো জগত ভালা’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

এখানে মুই মানে আমি। ভালা মানে ভালো। তো হলো অব্যয় বাচক একটি সমন¦য়ক শব্দ। আর জগত মানে বিশ^। সব মিলে এই দাড়াল- আমি ভালো তো জগৎ ভালো। উল্লেখ্য, এ জগৎ বলতে শুধু বিশ^ই নয়, আমাদের চারপাশের পরিমন্ডলকেও বোঝায়।
সবচে’ বড় কথা হলো, এই আমি সেই আমি নয়। এই আমিটা একটু অন্য রকম আমি। এ বিষয়টা একটু খোলসা করা দরকার। প্রিয় পাঠক, ধরুন- আপনি রাতের অন্ধকারে হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছেন। রাস্তার পাশের কেউ একজন আপনার উপস্থিতি বুঝতে পেরে জিজ্ঞেস করলেন- ‘কে’? সাথে সাথেই আপনার ভেতর থেকে উত্তর বের হয়ে আসে- ‘আমি।’ এমন উত্তর কেবল আপনিই নন। সবাই দেন। তাই, এই সবাইকেই ভালো হতে হবে। তবেই তো জগৎ ভালো হবে। অর্থাৎ- প্রত্যেকটা আমি ভালো না হওয়া পর্যন্ত আমাদের পরিবার, পরিমন্ডল, সমাজ, রাষ্ট্্র তথা বিশ^ বা জগৎ কোনটাই ভালো হবে না। এখন এই সব আমি’র কাছে ছোট্ট একটি প্রশ্ন রাখছি। ‘ আপনি সার্বিক দিক থেকে কতটুকু ভালো?’ এর উত্তরটা নিজে নিজেই মিলিয়ে দেখুন। অতএব- আমি, তুমি ও সে নামের প্রত্যেক আমিকেই সকল ক্ষেত্রেই ভালোর সচেষ্ট হতে হবে বৈ কি! (লেখক: কামরুল হাসান #০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবাধিকার কর্মী, সংগঠক এবং ফিচার ও কলাম লেখক)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট