নিজস্ব প্রতিবেদক
জামালপুরে নবতরুণ সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ বর্ষপূর্তি ও চতুর্থ শাখার উদ্বোধন উপলক্ষে শনিবার ১০ জানুয়ারি সকালে শহরের পিটিআই বউবাজার এলাকায় ৪র্থ শাখার অফিস থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম সীমান্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রুদ্র নিরঞ্জন, রেদওয়ান, রিপন, রুবেল, মোহাম্মদ জিয়াউল হক, মোকাদ্দেস, আব্দুল মান্নানসহ অনেকে।