1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ
সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি বুধবার (৭ জানুয়ারী ২০২৬) তারিখে সকাল ১১ঃ৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতবৃন্দ।

মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ তারিখ সন্ধ্যা ৬ ঘটিকায় ৪৭ কাঁচারী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহবায়ক আজগর হোসেন রবিন এর সভাপতিত্বে সদস্য সচিব শিবলী সাদিক খান এর সঞ্চালনায় আলোচনা করেন মুখ্য সংগঠক জহর লাল দে, মোঃ আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য এছাড়াও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ইউসুফ খান লিটন, আজাহারুল আলম, রোকসানা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন-তাসলিমা রত্মা, নিহার রঞ্জন কুন্ডু, এস.এম.কে মিজান, মোঃ আজাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, শিউলি রেখা, জামাল উদ্দিন, এহতেশামুল আলম, ফয়েজ আল মামুন নেতৃবৃন্দ তাদের আলোচনায় গৃহীত সিদ্ধান্তে জানান যে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির দেড় শতাধিক অধিকার বঞ্চিত সাংবাদিক দীর্ঘ ৪/৫ বৎসর যাবত ‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’’ করার জন্য পেশার দায়বদ্ধতা, স্বচ্ছতা, পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য অধিকার মর্যাদা আদায়ের লক্ষ্যে সংবাদ প্রতিবেদন, আন্দোলন-সংগ্রাম, মানববন্ধন ও ঘেরাও কর্মসূচীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে যৌক্তিক দাবী-দাওয়া উল্লেখ করে স্বারকলিপি প্রদান করা হলেও অদ্যাবধি ময়মনসিংহ প্রেসক্লাবের জেলা প্রশাসক সভাপতির পদ থেকে অব্যাহতি না নিয়ে নানা সুবিধা গ্রহনের জন্য এই পদটি আখড়ে ধরে রেখেছেন। মাঝে মধ্যে সমঝোতার আলোচনা উত্থাপন করে পেশাদার সাংবাদিকদের অধিকার মর্যাদা হতে বঞ্চিত করছেন।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এর সুষ্ঠু সমধানের লক্ষ্যে ময়মনসিংহ প্রেসক্লাবের পেশাজীবী সংগঠনের পেশাদারিত্ব নিশ্চিত করতে সংস্কার কমিটি ইতিমধ্যে প্রেসক্লাবের নির্বাচনের পূর্বে পক্ষদ্বয়ের মধ্যে এডহক কমিটি গঠন, সাংবাদিকদের নামের তালিকা প্রণয়ন, খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সম্মিলিতভাবে সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের মাধ্যমে গঠনতন্ত্রের অনুমোদন, ভোটার তালিকা নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠানের ইতিমধ্যে দাবী করা হয়েছে।

এ বিষয়ে গত ০২ জানুয়ারী ২০২৫ তারিখে প্রেসক্লাব অবরোদ্ধ করা হলে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে দাবী দাওয়া মেনে নেওয়ায় সমঝোতার আশ্বাস প্রদান করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সেই লক্ষ্যে আগামীকাল মানববন্ধন থেকে পরবর্তী বৃহত্তর কর্মসূচী গ্রহণের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মরত সকল সাংবাদিকদের উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট