1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বাংলাদেশের রাজনীতি কি কোনোদিনই বিশ্বরাজনীতির গ্যারাকল থেকে বের হতে পারবে না—এই প্রশ্নটি শুধু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 আবেগের নয়, এটি ইতিহাস, ভূরাজনীতি ও বাস্তবতার এক কঠিন সমীকরণ।
প্রথমত, ভৌগোলিক বাস্তবতা।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে—ভারত, চীন, বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক করিডর—সবকিছুর মাঝখানে। বিশ্বরাজনীতিতে যাকে বলা হয় স্ট্র্যাটেজিক হটস্পট, বাংলাদেশ ঠিক সেখানেই। ফলে বড় শক্তিগুলোর চোখ এ দেশ থেকে সরানো সম্ভব নয়। গ্যারাকল এখানে আসে ক্ষমতার স্বার্থে, আদর্শের টানে নয়।
দ্বিতীয়ত, অর্থনৈতিক নির্ভরশীলতা।
রপ্তানি বাজার, বৈদেশিক ঋণ, উন্নয়ন সহযোগিতা, রেমিট্যান্স—সব ক্ষেত্রেই বাংলাদেশ বহির্বিশ্বের সাথে জড়িয়ে আছে। রাজনীতির সিদ্ধান্তগুলো অনেক সময় দেশের ভোটারদের চেয়ে আন্তর্জাতিক দাতাদের মনোভাবের দিকে তাকিয়ে নিতে হয়। এই নির্ভরতা যতদিন থাকবে, ততদিন বিশ্বরাজনীতির চাপও থাকবে।
তৃতীয়ত, রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা।
গণতন্ত্র প্রাতিষ্ঠানিক না হলে বিদেশি শক্তির প্রভাব ঢুকতে সহজ হয়। শক্তিশালী বিরোধী দল, স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা না থাকলে দেশের অভ্যন্তরীণ সংকটই বাইরের হস্তক্ষেপের দরজা খুলে দেয়। বাস্তবতা হলো—আমরাই অনেক সময় গ্যারাকলের চাবিটা হাতে তুলে দেই।
চতুর্থত, শাসক শ্রেণির স্বার্থবাদী কৌশল।
বাংলাদেশের রাজনৈতিক এলিটরা প্রায়ই দেশকে নয়, ক্ষমতাকে বাঁচাতে আন্তর্জাতিক শক্তির আশীর্বাদ চায়। এতে করে রাজনীতি “জাতীয় সিদ্ধান্ত” থেকে সরে গিয়ে “আন্তর্জাতিক সমঝোতা”-নির্ভর হয়ে পড়ে। ফলে গ্যারাকল শুধু বাইরের নয়, ভেতরের চাহিদাতেও তৈরি হয়।
তাহলে কি মুক্তির কোনো পথ নেই?
পথ আছে, কিন্তু সহজ নয়।
১. অর্থনৈতিক আত্মনির্ভরতা বাড়াতে হবে—রপ্তানি বৈচিত্র্য, দক্ষ জনশক্তি, দেশীয় শিল্প।
২. গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে—নির্বাচনকে বিশ্বাসযোগ্য না করলে সার্বভৌমত্ব শুধু কাগজে থাকবে।
৩. জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে—বিদেশনীতি দলীয় নয়, রাষ্ট্রীয় হতে হবে।
৪. জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে—অচেতন জনগণ থাকলে বিদেশি প্রভাব রোধ করা যায় না।
শেষ কথা হলো—
বাংলাদেশ কোনোদিনই বিশ্বরাজনীতির বাইরে থাকবে না, কারণ আজকের পৃথিবীতে কেউই বাইরে নেই। কিন্তু গ্যারাকলে বন্দি থাকা আর সচেতনভাবে বৈশ্বিক রাজনীতির অংশ হওয়া এক নয়। প্রশ্নটা তাই “বের হতে পারবো কি না” নয়, প্রশ্নটা হলো—
আমরা কি নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বিশ্বরাজনীতির সাথে সম্পর্ক গড়তে পারবো?
এই প্রশ্নের উত্তর রাজনীতিবিদদের চেয়ে বেশি লুকিয়ে আছে জনগণের হাতেই।

আল আমিন মিলু
রাজনৈতিক বিশ্লেষক গবেষক লেখক এবং
আহ্বায়ক গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট