
নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছেন বিজিবি, ৫ জানুয়ারি আনুমানিক রাত ৯টার সময়। নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বটতলী রাঙ্গাপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ০১ টি এবং ০২ টি সীম কার্ডসহ ০১ জন চোরাকারবারী মোঃ ইসরাফিল (২৪), পিতা-মোঃ বজলুর রহমান, গ্রাম-রাঙ্গাপুকুর, পোস্ট-কালাইবাড়ি, থানা-পোরশা, জেলা-নওগাঁ’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পোরশা থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি, অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।