
নিজস্ব প্রতিবেদক
এই দেশটা কোনো কাগজের মানচিত্র না, এই দেশটা আমার মায়ের কপালের ঘাম, বাবার ঋণ করা স্বপ্ন, শহীদের রক্ত আর কৃষকের ফাটা হাত। তবু আজ সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে এই দেশই—আমরা কি একে ভালোবাসি, নাকি শুধু ব্যবহার করি?
আজকের প্রেক্ষাপটে দেশপ্রেম মানে স্লোগান না, ফেসবুক পোস্ট না, কিংবা ভোটের আগে রঙিন ব্যানারও না। আজ দেশপ্রেম মানে—চুরি না করা, মিথ্যা না বলা, ক্ষমতা পেলে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তবতা বড় কঠিন। যারা দেশ নিয়ে কথা বলে, তাদের অনেকেই দেশের চেয়ে নিজের চেয়ারটা বেশি ভালোবাসে। আর যারা নীরবে কাজ করে, তারা আড়ালেই থেকে যায়।
গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটা জানে, দেশ কাকে বলে। সে জানে কেন ভোট দিতে হয়, কেন সন্তানকে স্কুলে পাঠাতে হয়, কেন অন্যায়ের সামনে মাথা নোয়ানো পাপ। অথচ তার কণ্ঠ শোনা যায় না। শহরের বড় বড় সভায় তার নাম নেই, কিন্তু দেশের মানচিত্রে তার ঘাম লেগে আছে।
এই দেশ বারবার প্রতারিত হয়েছে, তবু ভেঙে পড়েনি। কারণ এ দেশের মাটিতে জন্ম নেয় কিছু জেদি মানুষ—যারা জানে দেশ মানে দায়িত্ব। যারা জানে, দেশকে দোষ দিলে দেশ বদলায় না, মানুষ বদলালে দেশ বদলায়।
আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মোড়ে। একদিকে হতাশা, অন্যদিকে সম্ভাবনা। একদিকে দুর্নীতি, অন্যদিকে প্রতিবাদ। প্রশ্ন একটাই—আমরা কোন দলে থাকবো? দর্শকের দলে, নাকি নির্মাতার দলে?
দেশ কারো বাপের সম্পত্তি না। দেশ আমাদের সবার। তাই দেশ গড়ার দায়ও আমাদেরই। যদি আমরা সৎ হই, দেশ সৎ হবে। যদি আমরা ন্যায্য হই, দেশ ন্যায্য হবে। যদি আমরা সাহসী হই, দেশ মাথা তুলে দাঁড়াবে।
এই দেশটা আমাদের।
আর এই দেশটাকে গড়ার দায়িত্বও আমাদেরই।
অন্য কেউ এসে নয়—আমরাই গড়বো।