1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শকুনের রাজত্ব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মম
আজ আকাশে আর মেঘ নেই—
ডানা মেলে শুধু শকুনের সভা।
বাতাসেও লাগে নখের ঘষা,
লোভের চিৎকারে কেঁপে ওঠে দিগন্ত।
এই দানবীয় শকুনেরা
শুধু মাংসেই তৃপ্ত নয়—
চিবিয়ে খায় মানুষের মানবতা,
জীবন আর জীবিকার
শেষ ভঙ্গুর আশাটুকু।
ক্ষেত–খামার আজ ক্ষতির খতিয়ান,
ফসলের মাঠে উড়ে ধ্বংসের পতাকা।
নদী শুকায় দীর্ঘশ্বাস ফেলে,
বন পুড়ে ছাই,
লোভের হাতুড়িতে ভাঙে পাহাড়।
শিখর নুয়ে পড়ে, মরুভূমি ছড়ায় আগুন—
প্রকৃতি আজ বন্দি,
ঋতুগুলো শিকলে বাঁধা।
গণতন্ত্র?
সে পড়ে আছে পাঠ্যবইয়ের পাতায়।
ভোটের বাক্সে আটকে তার শ্বাস,
আর রাতের আঁধারে
চুরি হয়ে যায় মানুষের অধিকার।
স্বাধীনতাপ্রেমী বিপ্লবীরা
আজ রাষ্ট্রের চোখে অপরাধী।
ভিন্নমত মানেই শত্রু—
সাঁড়াশি অভিযানে
ছিন্নভিন্ন হয় কণ্ঠস্বর।
স্বপ্নকে গ্রেপ্তার করা হয়,
হাতে–পায়ে পরানো হয় লোহার শিকল।
কারাগারের দেয়ালে লেখা—
“সত্য বলা নিষিদ্ধ।”
জুলুমকারীর সংখ্যা বাড়তেই থাকে,
কারণ নীরবতাও আজ
সমর্থনেরই আরেক নাম।
চাবুকের শব্দে ডুবে যায়
মায়ের কান্না, শিশুর প্রশ্ন।
ধর্মীয় অনুভূতিকে করা হয় লাঞ্ছিত,
আর ধর্মের নামেই
খোলা হয় কসাইখানা।
যেখানে একদিন প্রার্থনা উঠত,
সেখানে জমে রক্ত—
মানুষের হাতে পড়ে
ঈশ্বরও আজ বিব্রত।
এই পৃথিবী—
এখন শকুনের ভোজসভা,
যেখানে মানুষ কেবল শিকার,
আর বিবেক
সবচেয়ে বিরল প্রাণ।
তবু শোনো—
এই অন্ধকারের গর্ভেও
আগুন জন্ম নেয়।
একদিন শকুনের ডানায়
আঘাত লাগবেই।
কারণ ইতিহাস জানে—
যেখানে অত্যাচার চূড়ায় ওঠে,
সেখানেই বিদ্রোহ
রক্ত আর সাহসে
নিজের নাম লিখে যায়।
প্রদীপ চন্দ্র মম
০৪/০১/২০২৬

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট