সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান "শাহীন স্কুল" এর নতুন ভবনের উদ্বোধন এব আনন্দঘন পরিবেশে-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনাসভা ও কৃতি শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেওয়া হয় ।সিরাজগঞ্জ শাখা'র প্লে থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোড়স্থ গোশালায় অবস্থিত নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলেদেন, "শাহীন স্কুল" এবং "শাহীন শিক্ষা পরিবার" শিক্ষা প্রতিষ্ঠান এর চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, "শাহীন স্কুল" সিরাজগঞ্জ শাখা’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নূরুল হক। এসময়ে শাহীন স্কুল এর সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শাহীন স্কুল" এবং "শাহীন শিক্ষা পরিবার" শিক্ষা প্রতিষ্ঠান এর চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন- অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করাতে হবে। কোন শিশু শিক্ষার্থী যেন অযথা মোবাইল ফোনে আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে । শিক্ষার্থীকে মেধাবী করতে এবং সু-নাগরিক হিসেবে গড়তে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবশ্যই সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।
জানা যায়, "শাহীন শিক্ষা পরিবার" জাতীয় পর্যায়ে চারবার ১ম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান। সুদক্ষ, তরুণ ও মেধাবী শাহীন শিক্ষা পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান। শাহীন স্কুল, সিরাজগঞ্জ শাখার নতুন আধুনিক ক্যাম্পাসে রয়েছে: পর্যাপ্ত আলো–বাতাস নিশ্চিত করা ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা, আধুনিক ও মানসম্মত ক্লাসরুম, ছেলে-মেয়েদের জন্য পৃথক বাথরুম সুবিধা। এসি সমৃদ্ধ ক্লাসরুম। গ্রাউন্ড ফ্লোরে বসার সু-ব্যবস্থা, অনুষ্ঠান আয়োজনের উপযোগী স্থান। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই এই নতুন যাত্রা। শিক্ষায় গুণগত পরিবর্তনের পথে শাহীন শিক্ষা পরিবার।