রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিএনপি জোট মনোনীত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
শনিবার (৩ই জানুয়ারী) দিনব্যাপী তিনি ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, কৃষক, নারী,শ্রমজীবী মানুষ ও তরুণ, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মতামত ও তাদের দুঃখ-দুর্দশার কথা গুরুত্বের সঙ্গে শোনেন।তিনি তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখার আশ্বাস দেন।
গণসংযোগকালে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “ইসলামী মূল্যবোধসহ সকল মৌলিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় তার সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বিএনপি জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।