1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৩ জানুয়ারি ) সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আধুনিক হলরুমে (৩য় তলা) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,কার্যকরী সদস্যবৃন্দ নুরুল ইসলাম বাবু,হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু ,শফিক মোহাম্মদ রুমন,সহ-সভাপতি জেহাদুল ইসলাম,হীরক গুণ ,সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী প্রমূখ।

 

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাই এই বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে আলোড়িত করেছে।

দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।

শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। যিনি তার নীতির প্রশ্নে কখনো আপস করেননি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। যিনি তার সমগ্র জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেছেন, কারাভোগ করেছেন। শেষদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু কখনও তিনি দেশ ছেড়ে চলে যাননি।

দোয়া মাহফিলের সঞ্চালনায় করেন প্রেসক্লাবের
দপ্তর সম্পাদক এনামুল হক।
এসময় সহ-সভাপতি জেহাদুল ইসলাম,হীরক গুণ
,সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,
ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী,
সাংগঠনিক সম্পাদক রহমত আলী,ক্রীড়া সম্পাদক
আশরাফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক
দিলীপ গৌড়,সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট