নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে “সুশীল সমাজ” শব্দটি আজ আর গৌরবের প্রতীক নয়, বরং বিতর্কের নাম। একসময় যারা বিবেকের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন, আজ তাদের বড় একটি অংশ ক্ষমতার ভাষ্যকারে পরিণত হয়েছেন। ফলে সাধারণ মানুষের চোখে সুশীলদের সম্মান কমেছে—এটা হঠাৎ নয়, দীর্ঘদিনের আচরণের ফল।
সুশীল সমাজের মূল দায়িত্ব ছিল রাষ্ট্র ও সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ক্ষমতাকে প্রশ্ন করা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তবে দেখা গেছে, তারা কথা বলেন নির্বাচিত বিষয়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পক্ষের পক্ষে। ক্ষমতার অন্যায়, ভোটাধিকার হরণ, মতপ্রকাশের সংকোচন কিংবা রাজনৈতিক সহিংসতার প্রশ্নে তাদের বড় অংশের নীরবতা মানুষকে হতাশ করেছে। এই নীরবতা অনেক সময় সরাসরি সহযোগিতায় রূপ নিয়েছে।
অন্যদিকে ভারতের দাদাগিরী বা প্রভাব বিস্তারের প্রশ্নটিও আলাদা কিছু নয়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের স্বার্থ থাকবে—এটাই স্বাভাবিক। অস্বাভাবিক হলো, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্ব সেই স্বার্থের বিপরীতে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হওয়া। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি কিংবা আঞ্চলিক নিরাপত্তা—প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ বারবার দুর্বল কূটনীতির পরিচয় দিয়েছে।
এই দুই সংকট পরস্পর সম্পর্কযুক্ত। কারণ, যখন দেশের বুদ্ধিবৃত্তিক শ্রেণি জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ ও স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়, তখন রাজনৈতিক নেতৃত্বও চাপ অনুভব করে না। সুশীলদের একটি অংশ বিদেশি স্বার্থের ভাষায় কথা বললে বা ন্যায্য প্রশ্নগুলো এড়িয়ে গেলে প্রতিবেশী দাদাগিরী আরও স্বাভাবিক হয়ে ওঠে।
সমস্যার মূল কিন্তু শুধু “সুশীল” বা “ভারত” নয়—মূল সমস্যা আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা। গণতান্ত্রিক চর্চার অভাব, জবাবদিহিহীন রাজনীতি এবং সুবিধাভোগী বুদ্ধিবৃত্তিক শ্রেণি মিলেই এই পরিস্থিতি তৈরি করেছে। যে রাষ্ট্র নিজের নাগরিকের কাছে শক্ত নয়, সে রাষ্ট্র বাইরের কাছে শক্ত হবে—এমন আশা অবাস্তব।
সমাধান একটাই—স্বাধীন চিন্তা ও সাহসী অবস্থান।
সুশীল সমাজকে আবার জনগণের পাশে দাঁড়াতে হবে, ক্ষমতার নয়। রাজনীতিকে হতে হবে জাতীয় স্বার্থকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক নয়। আর নাগরিকদেরও বুঝতে হবে—নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, বরং অন্যায়ের পক্ষে অবস্থান।
যেদিন দেশের ভেতরে বিবেক জাগবে, সেদিন বাইরে কোনো দাদাগিরীও টিকবে না।
আল আমিন মিলু
রাজনৈতিক বিশ্লেষক,গবেষক এব্য
আহ্বায়ক গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর