খায়রুল ইসলাম সুইট ভ্রাম্যমান প্রতিনিধি :
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
[video width="480" height="864" mp4="https://www.dainikjamalpursangbad24.com/wp-content/uploads/2025/12/VID-20251226-WA0002.mp4"][/video]
শুক্রবার বাদ জুম্মা রাজশাহী জেলা শহরে উলামা ঐক্য পরিষদের আয়োজনে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্ট এসে মিলিত হয়ে উলামা ঐক্য পরিষদের নেতারা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানায়।

সেই সাথে ওসমান হাদির হত্যার পরিকল্পনা কারীদের হুশিয়ার করে বলেন, আমরা কাপনের কাপড়ে রাস্তায় নেমেছি সঠিক বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে জানিয়েছে উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।