কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি প্রাচীন বিদ্যাপীঠ হলো কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। এলাকার শিক্ষানুরাগী, দানবীর ও সমাজ সেবকগণ ১৯২০ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ের এসএসসি-৮৬ ব্যাচ-এর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

এ দিনটিকে স্মরনীয় করে রাখতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। তাই দিনব্যাপী একের পর এক চলে নানা অনুষ্ঠানাদি। এসএসসি-৮৬ ব্যাচ-এর বয়োজৈষ্ঠ্য শিক্ষার্থী আ. করিম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানের কাজ শুরু করা হয়। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন আবু তাদের আখন্দ। পরিচয় পর্বে সবাই তাদের নিজেদের পরিচয়ের সাথে সাংসারিক ও বর্তমান অবস্থান তুলে ধরেন। পরে মৃত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মনিরুজ্জামান। এর পর জোহরের নামাজের বিরতি। অত:পর দুপুরের খাবার শেষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে উপঢৌকন বিতরন করা হয়। ‘বন্ধুত্বের বন্ধন চিরন্তন’ এ ¯েøাগানকে সামনে রেখে -এবং এসএসসি-৮৬ ব্যাচ-এর স্মৃতি স্মরনে এ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন। এতে আক্তারুজ্জামান-কে সভাপতি ও বজলুর রশীদ-কে সাধারন সম্পাদক এবং আনিছুর রহমান সুরুজ-কে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ ছাড়া আনিছুর রহমান রঞ্জু, সুলতান আহম্মেদ সিপাই, নূরুজ্জামান চৌধুরী, মঞ্জুরুল মোল্লা, শাহনাজ বেগম শেফালী ও নাসরীন সুলতানা বিথীকে সদস্য করা হয়েছে। সব শেষে বিদায় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২